অন্তত শেষটা জিতে ফিরতে চায় বাংলাদেশ
সিরিজ জয়ের প্রত্যয় নিয়েই দেশ ছেড়েছিল টাইগাররা। কিন্তু পাকিস্তানে সম্পূর্ণ উল্টো চিত্র। এক ম্যাচ বাকী থাকতেই সিরিজ হার। প্রথম ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও দ্বিতীয় ম্যাচে তো পাত্তাই পায়নি তারা। খেলোয়াড়দের মনোবল তাই অনেকটা তলানিতে। তবে শেষটা অন্তত ভালো করতে চায় বাংলাদেশ। শেষ ম্যাচে মাঠে নামার আগে এমনটাই জানিয়েছেন দলের অন্যতম সেরা পেসার শফিউল ইসলাম।
পাকিস্তানের বিপক্ষে আগামীকাল (২৭ জানুয়ারি) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচে হারলে হোয়াইটওয়াশ হয়েই দেশে ফিরতে হবে টাইগারদের। তাতে টিকে থাকবে পাকিস্তানের শীর্ষস্থান। কারণ একটি ম্যাচে হারলেই পাকিস্তানকে ছেড়ে দিতে হবে র্যাংকিংয়ের প্রথম স্থান। অন্যদিকে জিতলেও টাইগারদের অবস্থান থাকছে আগের মতোই। তবে র্যাংকিংয়ে অবস্থা যাই হোক অন্তত হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
লাহোরে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে তাই জয়ের প্রত্যয় ঝরে শফিউলের কণ্ঠে, 'আমরা যখনই একটি সিরিজ খেলতে আসি তখন সবাই তো জেতার জন্য আসে। আমরাও সেই লক্ষ্যেই এসেছি। যদিও আমার পক্ষে আসেনি। একটা ম্যাচ আছে, এই ম্যাচ ভালোভাবে শেষ করতে চাই।'
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার আগে শেষ ১০ ম্যাচে মাত্র একটি জয় ছিল পাকিস্তানের। এমনকি ঘরের মাঠে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে তারা। সে তুলনায় শক্তিশালী দল নিয়েও হারতে হয়েছে বাংলাদেশের। এমন হারের ব্যাখ্যায় শফিউল বললেন, 'কেন হচ্ছে না... সবাই তো ভালো খেলার চেষ্টা করছে, হয়তো ওদের দিন গেছে, আমরা কিছু ভুল করেছি। টি-টোয়েন্টি খেলায় এই ছোট ভুলগুলো অনেক বড়, এই কারণে আমাদের পক্ষে ফলাফল আসেনি।'
'আসলে সামর্থ্য ছিল, তবে আমাদের দলটিও তরুণ বলতে গেলে। কারণ রিয়াদ এবং তামিম ভাই ছাড়া আমরাও তরুণ দল। আমরা বিপিএল খেলে এসেছি। হয়তোবা আমাদের ভালো খেলা সম্ভব ছিল। প্রথম ম্যাচে ৫-১০ রান হয়তো কম হয়েছে। দ্বিতীয় ম্যাচে বাবর আজম এবং হাফিজ ভালো খেলেছে। আসলে ওরা ভালো ক্রিকেট খেলেছে দেখে ওদের পক্ষে ফলাফল গেছে। আমাদের আরো ভালো করার সুযোগ ছিল।' - হারের ব্যাখ্যায় যোগ করে আরও বলেন শফিউল।
Comments