খোলস থেকে বেরুতে তামিমকে ব্যাটিং কোচের পরামর্শ

সব সংস্করণেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। ওপেনিংয়ে সব সংস্করণেই দলের প্রথম পছন্দও তিনি। কিন্তু সম্প্রতি টি-টোয়েন্টিতে তার খেলার ধরন নিয়ে উঠেছে প্রশ্ন। রান পেলেও ডট বলে চাপ বাড়ানো মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনার মুখে তিনি। তামিমের মতো পারফর্মারকে নিয়ে বাকিদের মতো অতো অস্থির হতে চান না ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। তবে সময়ের তাগিদেই তাকে আরও আগ্রাসী হয়ে খেলার কিছু পরামর্শ দিয়েছেন তিনি।
Tamim Iqbal
ফাইল ছবি: এএফপি

সব সংস্করণেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। ওপেনিংয়ে সব সংস্করণেই দলের প্রথম পছন্দও তিনি। কিন্তু সম্প্রতি টি-টোয়েন্টিতে তার খেলার ধরন নিয়ে উঠেছে প্রশ্ন। রান পেলেও ডট বলে চাপ বাড়ানো মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনার মুখে তিনি। তামিমের মতো পারফর্মারকে নিয়ে বাকিদের মতো অতো অস্থির হতে চান না ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। তবে সময়ের তাগিদেই তাকে আরও আগ্রাসী হয়ে খেলার কিছু পরামর্শ দিয়েছেন তিনি।

সর্বশেষ বিপিএলে ১২ ম্যাচে ৩৯৬ রান করেন তামিম। যথেষ্ট রান করলেও তার ১০৯.৩৯ স্ট্রাইকরেট নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। বিপিএলের সেই ধরণ পাকিস্তান সফরেও দেখা গেছে তামিমের ব্যাটে।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে তামিম করেন ৩৪ বলে ৩৯, পরের ম্যাচে ৫৩ বলে করেন দলের সর্বোচ্চ ৬৫ রান। দুই ম্যাচেই দল পায়নি লড়াইয়ের পূঁজি। দুই ম্যাচেই তামিম ক্রিজে থাকার পরও পাওয়ার প্লে থেকে ওভারপ্রতি ছয়ের নিচে রান আনতে পারে দল।  দুই ম্যাচে ১২০ বলের মধ্যে ৪৫ ও ৪৭টি ডট বল খেলেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। যার বড় একটি অংশ তামিমেরই।

৭৭ টি-টোয়েন্টিতে ১৭১৭ রান করে দেশের সেরা রান সংগ্রাহক হলেও এই সংস্করণে তার ক্যারিয়ার স্ট্রাইকরেট রয়ে গেছে ১১৬.৮০। ক্রিকেটের  বদলে যাওয়া সময়ে দুনিয়ার প্রথম সারির ওপেনারদের তুলনায় যা বেশ কম। 

নিরাপত্তার কারণে পাকিস্তান সফরে না যাওয়া ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আলাপ করেছেন তামিমের খেলার ধরণ নিয়ে। তার মনে হয়েছে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানকে দিতে হবে আরও সময়,  ‘আমার মনে হয় তাকে আরেকটু সময় দিতে হবে। অনেক বছর ধরেই সে বাংলাদেশের সেরা পারফর্মারদের একজন। সে চোটে ছিল, আরও কিছু বিষয় ছিল। কাজেই সে থিতু হচ্ছে। ইতিবাচক ব্যাপার হচ্ছে সে রান পাচ্ছে। আমরা সবাই জানি সে কি করতে পারে। গত বছর বিপিএল ফাইনালে আমরা দেখেছি। আমরা সবাই চাই সে এমন ইনিংস আরও খেলুক। সে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড়। আমরা জানি সে কেমন খেলে, তার উপর আস্থা রাখতে হবে।’

তামিমের উপর যেমন সবার আস্থা রাখতে হবে, তেমনি খোলস থেকে বেরুতে তামিমকেও বাকিদের উপর আস্থা রাখার পরামর্শ তার। দলের ইনিংস উইকেট বাঁচিয়ে খেলতে গিয়ে খেলা মন্থর করে দেন তামিম। ম্যাকেঞ্জির পরামর্শ ব্যাটিং অর্ডারে যারা পরে নামছে তাদের উপর আস্থা রাখলে আরও বেশি শট খেলা সম্ভব তার। অকারণ ভীতি দূর করে তামিমকে তেমন খেলারই পরামর্শ ম্যাকেঞ্জির,  ‘দলের বাকিদের উপর যখন আপনার আস্থা থাকবে তখন আরও কিছু শট খেলা যাবে। আমরা তাকে ফিরতে দেখে খুশি মনে হচ্ছে সে ভালো ভাবনা-চিন্তায় আছে। সে ৩০-৪০ পাচ্ছে, এখন ৬০ পেল। আশা করছি এটা তাকে আত্মবিশ্বাস ফেরাবে। সে আরও দ্রুত খেলবে যাতে ৫৫ বলে ৮০ করা যায়। সে অভিজ্ঞ খেলোয়াড়। সে জানে তার কি করা উচিত, বাংলাদেশের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ। এটা একটা প্রক্রিয়া। কিন্তু আমরা আরও ভয়ডরহীন ব্যাটিং চাইছি।’

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

9m ago