তাবিথের প্রার্থিতা বাতিল চেয়ে বিচারপতি মানিকের রিট

হলফনামায় সম্পদের তথ্য গোপন করার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
supreme court
সুপ্রিম কোর্ট ভবন। ছবি: স্টার ফাইল ফটো

হলফনামায় সম্পদের তথ্য গোপন করার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

সিঙ্গাপুরে তাবিথ আউয়ালের সম্পদ গোপন করার অভিযোগ তদন্তের জন্য নির্বাচন কমিশনের প্রতি আদেশ চেয়ে এই রিট করা হয়েছে।

অভিযোগের ব্যাপারে শামসুদ্দিন চৌধুরী মানিক দ্য ডেইলি স্টারকে বলেন, এনএফএম এনার্জি সিঙ্গাপুর লিমিটেড নামের একটি কোম্পানিতে তাবিথের শেয়ার রয়েছে। ২১ মিলিয়ন ডলারের এই কোম্পনির তিন মালিকের মধ্যে তাবিথ একজন। কিন্তু তিনি নির্বাচনের হলফনামায় এই কোম্পানির মালিকানার কথা গোপন করে আইন লঙ্ঘন করেছেন।

অবসরপ্রাপ্ত এই বিচারপতি আরও বলেন, সিঙ্গাপুরের কোম্পানিতে তাবিথের মালিকানা ও কোম্পানির সম্পদের মূল্যমানের ব্যাপারে তার কাছে প্রকৃত নথিপত্র রয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনেও অভিযোগ করা হয়েছে। কিন্তু সেখানে থেকে কোনো সাড়া না পাওয়ায় রিট করতে হয়েছে।

Comments