করোনাভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ৮০

coronavirus
চীনের বেইজিংয়ে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে এক পর্যটক দুটি মাস্ক পড়েছেন। ২৬ জানুয়ারি ২০২০। ছবি: রয়টার্স

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৪ জনই হুবেই প্রদেশের। এ কারণে হুবেইয়ের বাসিন্দাদের হংকংয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আজ (২৭ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৪৪ জনে। হুবেইয়ের বাইরে নতুন কোনও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন। এদের মধ্যে প্রায় অর্ধেকই হুবেই প্রদেশের। আক্রান্তদের মধ্যে ৪৬১ জনের অবস্থা গুরুতর।

এর আগে গতকাল এই ভাইরাসে মৃতের সংখ্যা ৫৬ জন জানানো হয়েছিলো।

সরকারি ছুটি বাড়ানোর নির্দেশ

চীন কর্তৃপক্ষ করোনাভাইরাসের মহামারী রক্ষায় সরকারি ছুটির দিন বাড়ানোর নির্দেশ দিয়েছে। আগামী ৩০ জানুয়ারি বসন্ত উৎসবে ছুটির দিন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

উল্লেখ্য, হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া এ ভাইরাসটি চীনের ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, ভারত, মালয়েশিয়া ও কানাডাতে এ ভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গেছে।

Comments

The Daily Star  | English

UK-based lawyer files complaint against Hasina, her cabinet with ICC

A UK-based lawyer has filed a complaint against former prime minister Sheikh Hasina, her cabinet and associated state actors with the Hague-based International Criminal Court, accusing them crimes against humanity

1h ago