ইউরোপীয় পার্লামেন্টে সিএএ বিরোধী প্রস্তাব, ভারত বলছে ‘অভ্যন্তরীণ বিষয়’

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতা করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টে প্রস্তাব পেশ করা হয়েছে। আগামী মার্চে ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রাসেলস যাওয়ার প্রাক্কালে এ ধরণের প্রস্তাব পেশ করা হলো।
India Protest.jpg
ভারতের ‘প্রজাতন্ত্র দিবস’ উপলক্ষে নয়াদিল্লির শাহীনবাগ এলাকায় জড়ো হন সিএএ বিরোধী বিক্ষোভকারীরা। ২৬ জানুয়ারি ২০২০। ছবি: রয়টার্স

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতা করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টে প্রস্তাব পেশ করা হয়েছে। আগামী মার্চে ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রাসেলস যাওয়ার প্রাক্কালে এ ধরণের প্রস্তাব পেশ করা হলো।

ইইউ’র ৭৫১ জন সদস্যের মধ্যে ৬২৬ জন সিএএ এবং জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে ছয়টি বিরোধী প্রস্তাব পেশ করেছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ পার্লামেন্টের বহু সংসদ সদস্য উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “যে পন্থায় ভারত সরকার সিএএ পাস করেছে, তা গোটা বিশ্বে বৃহত্তরভাবে রাষ্ট্রহীনতার আশঙ্কা তৈরি করবে। যার কারণে মানুষের দুর্ভোগ বাড়বে।”

একই সঙ্গে সিএএ বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে মোদি সরকারের দমন-পীড়নের তীব্র নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়নের সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস গ্রুপ।

ইইউ ভারত সরকারের উদ্দেশে বলেছে, “জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সব নাগরিকের অধিকার রক্ষায় আন্তর্জাতিক আইন রয়েছে। সেই আইনের কথা যেনো ভারত মাথায় রাখে।”

সিএএ বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে এবং এ ব্যাপারে তাদের দাবি শোনার জন্যেও ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইইউ।

প্রস্তাবে বলা হয়েছে, “সিএএ’র মাধ্যমে ভারতীয় সংবিধানের ১৪ অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে। এছাড়া এই আইন ভারতের আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও চুক্তি লঙ্ঘন করেছে।”

কাশ্মীরের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা জারি, ইন্টারনেট সেবা বন্ধ করে যেভাবে গত ৫ আগস্ট রাতারাতি সেখানকার বিশেষ মর্যাদাকে সরিয়ে দেওয়া হয়েছে, তারও নিন্দা করেছে নর্ডিক গ্রিন লেফট।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এটি সম্পূর্ণরূপে ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়’। ভারতীয় সংসদের উভয় কক্ষে ‘যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে এবং পুরোপুরি গণতান্ত্রিক উপায়ে’ সিএএ গৃহীত হয়েছে।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

14m ago