‘ইন্টেলিজেন্ট সিটি’ গড়তে চান তাবিথ

Tabith-1.jpg
ইশতেহার ঘোষণা করছেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। ছবি: স্টার

ঢাকাকে ইন্টেলিজেন্ট সিটি হিসেবে গড়ে তোলা, মশা নিধন ও নগর প্রশাসনসহ ১৯ দফার ৯৫টি প্রতিশ্রুতি সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

আজ (২৭ জানুয়ারি) রাজধানীর গুলশা‌নে ইমানুয়েলস ব্যাংকুয়েট হলে আয়োজিত অনুষ্ঠানে এই ইশ‌তেহা‌র ঘোষণা করেন তিনি।

তা‌বিথ আউয়াল ব‌লেন, “নগর প্রশাসন ক‌রে নাগ‌রিক সেবা ওয়ার্ড পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হ‌বে। নগর সরকার ক‌রে মানু‌ষের নিরাপত্তা নি‌শ্চিত করা হ‌বে।”

তি‌নি ব‌লেন, “ঢাকা সি‌টি‌তে মশার উপদ্রব এক‌টি অন্যতম সমস্যা। বর্তমান সরকার ও মেয়রেরা মশা নিধনে ব্যর্থ হ‌য়ে‌ছে। আমরা নির্বাচিত হ‌লে বছরব্যাপী মশা নিধ‌নে কার্যক্রম গ্রহণ কর‌বো। যানজট নিরস‌নে কাজ কর‌বো। বায়ুদূষণ রো‌ধে কার্যকর উদ্যোগ নিবো।”

বি‌রোধী দ‌লে থে‌কে ইশতেহার বাস্তবায়ন করতে পারবেন কী না? সাংবা‌দিক‌দের এমন প্রশ্নের জবা‌বে তিনি ব‌লেন, “জনগণ পা‌শে থাক‌লে আমার দেওয়া ইশ‌তেহার বাস্তবায়ন কর‌তে পার‌বো।”

ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছি‌লেন বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী ক‌মি‌টির সদস্য ব্যারিস্টার গ‌য়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সে‌লিমা রহমান, জেএস‌ডির সভাপ‌তি আ স ম আব্দুর রব, বিএন‌পির ভাইস চেয়ারম্যান আলতাফ হো‌সেন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, শামসুজ্জামান দুদু, মো. শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, বিএন‌পি চেয়ারপারস‌নের উপদেষ্টা জয়নাল আবে‌দিন ফারুক প্রমুখ।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Institutionalise democracy, stay united

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

1h ago