ব্রাজিলে ঝড়-বন্যায় ৫৭ জনের প্রাণহানি
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ ও এর থেকে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ৫৭ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া, আহত হয়েছেন অন্তত ১২ জন ও নিখোঁজ রয়েছেন ১৯ জন।
আজ (২৭ জানুয়ারি) দেশটির সিভিল ডিফেন্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা স্পুতনিক।
স্পুতনিকের প্রতিবেদনে বলা হয়, নিহত ৫৭ জনের মধ্যে ৪৮ জনই দেশটির মিনাস গেরাইস রাজ্যের। ঝড় ও বন্যায় এ রাজ্যটিই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিহতদের বেশিরভাগই ভূমিধস বা ধসে পড়া ঘরবাড়ির ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন।
গত ২৪ জানুয়ারি দেশটির বেলো হরাইজন্টে শহরে ১৭১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা দেশটিতে বিগত ১১০ বছরের ইতিহাসে সর্বোচ্চ। বর্তমানে দেশটির ৯৯ শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এছাড়া, এখন পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
Comments