শীর্ষ খবর

বাংলাদেশ উন্নয়ন ফোরামে গুরুত্ব পাবে পঞ্চবার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন

আসন্ন বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠকে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার রূপরেখা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের গৃহীত মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা দেশের উন্নয়ন সহযোগীদের কাছে তুলে ধরবে সরকার।
বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম নিয়ে ইআরডি সচিব মনোয়ার আহমদ সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: রেজাউল করিম বায়রন/স্টার

আসন্ন বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠকে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার রূপরেখা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের গৃহীত মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা দেশের উন্নয়ন সহযোগীদের কাছে তুলে ধরবে সরকার।

আগামী ২৯ ও ৩০ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আমহম এনইসি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আজ সোমবার (২৭ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছেন।

জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জুনিচি ইয়ামাদ, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফার, এশীয় উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শিক্সিন চেন সহ উন্নয়ন সহযোগী সংস্থার ৪৫ জন প্রতিনিধি ফোরামে অংশ নেবেন।

এবারের বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে উৎসর্গ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ইআরডি সচিব জানান, আসন্ন বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার একটি ক্ষেত্র তৈরি হবে। আসন্ন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার রূপরেখা, টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সরকারের নেওয়া বিভিন্ন মেয়াদী পদক্ষেপগুলো উন্নয়ন সহযোগীদের কাছে তুলে ধরা হবে। এছাড়া, ফোরামে ব্যবসা, জলবায়ু পরিবর্তন, পল্লী উন্নয়ন, স্বাস্থ্য, জ্বালানি ও শিক্ষার মতো বিষয়ের ওপর আটটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

Who are giving us earthquake data?

BMD ill-equipped, still relies on manual system with no seismologist or geologist involved

10h ago