‘আমরা এরচেয়ে ভালো দল’, পাকিস্তান ছাড়ার আগে মাহমুদউল্লাহ

Mahmudullah

প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ খোয়ানোর পর বাংলাদেশের সান্ত্বনা পাওয়ার জন্য বাকি ছিল তৃতীয় ম্যাচ। দুই ম্যাচের ভুল শোধরে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ ছিল তাতে। কিন্তু লাহোরের অসময়ের বৃষ্টি মেটাতে দেয়নি বাংলাদেশের খেদ। পরিত্যক্ত ম্যাচের পর হতাশার সিরিজ শেষে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, দুই ম্যাচে যা দেখা গেছে তারা এরচেয়ে ভালো দল।

নিরাপত্তার ইস্যুতে বিশেষ পরিস্থিতিতে খেলতে গিয়ে প্রথম দফায় বাংলাদেশের পাকিস্তান সফর হয়েছে হতাশায় মোড়া। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হওয়া এই সিরিজের প্রথম ম্যাচে ১৪১ রান করে বাংলাদেশ হারে ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচে মাত্র ১৩৬ রান করে পাকিস্তানের কাছে উড়ে যায় ৯ উইকেটে।

দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটসম্যানদের খেলার ধরণ ছিল অনেক প্রশ্নে ভরা।  এক ম্যাচে বোলিং ভালো হলেও পরের ম্যাচে বোলাররাও ছিলেন সাদামাটা। দুই ম্যাচেই ফিল্ডিং হয়েছে সাধারণ মানের। দলের শরীরী ভাষাও ছিল নেতানো।

সিরিজ শেষ করে ঘটা করা সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক জানালেন প্রয়োগের অভাবেই এমন বিবর্ণ দেখিয়েছে তাদের,  ‘তারা এক নম্বর দল, আমরা নয় নম্বর। কিন্তু আমরা আরও ভালো পারফর্ম করতে চেয়েছি। যেটা আমরা করতে পারিনি। আমাদের সম্ভাবনা ছিল, প্রতিভা ছিল কিন্তু প্রয়োগ করতে পারিনি। তারা আমাদের থেকে ভালো করেছে।’

সিরিজ শুরুর আগে নিরাপত্তা বিষয়ে ছিল অনেক দোলাচল। সিরিজ হবে কিনা তা নিয়ে কয়েকবার মোড় ঘুরেছে বিভিন্ন দিকে। নিরাপত্তার কারণে সফরে যাননি মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহর পরিবারও ছিল নিরাপত্তা নিয়ে চিন্তায়। শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তার দেয়ালে বন্দি হয়ে সিরিজ শেষ করে লাহোরের প্রশংসা করেন বাংলাদেশ অধিনায়ক। তবে ক্রিকেটীয় কারণে হতাশায় বাকি সব গৌণ হওয়ার কথা জানান তিনি,  ‘আমি এখানে আগেও এসেছি। লাহোর দারুণ শহর, এখানকার আতিথেয়তা দারুণ। এবার আমরা খুব ভালো নিরাপত্তা দেখলাম। আশা করছি টেস্ট খেলতে আমরা আবার আসব।'

সিরিজ শেষ করে পরদিন ফেরার কথা থাকলেও তা এগিয়ে আনা হয়েছে বাংলাদেশ দলের ফ্লাইট। সোমবার স্থানীয় সময় রাত ১১টায় ভাড়া করা বিমানে দেশে ফিরবেন মাহমুদউল্লাহরা। হতাশা নিয়ে ফেরার আগে বাংলাদেশ অধিনায়ক মনে করিয়ে দিতে চাইলেন যেমন হয়েছে তারচেয়ে ভালো করার সামর্থ্য ছিল তাদের, 'ক্রিকেটীয় দিক থেকে বলব আমরা আমি খুব হতাশ নিজেদের পারফরম্যান্সে। আমরা আসলে এরচেয়ে ভালো দল। পাকিস্তানিদের কৃতিত্ব দিতে হবে। প্রথম ম্যাচে আমরা কিছুটা লড়াই করেছিলাম। পরের ম্যাচে তারা সহজেই জিতেছে। এখন আমাদের বসতে হবে, ভাবতে হবে কোথায় উন্নতি করা দরকার। এই একটা ফরম্যাট যেখানে আমাদের অনেক উন্নতির জায়গা আছে।  আমাদের দলটা তরুণ। তাদের সময় দিতে হবে।’

Comments

The Daily Star  | English
rohingya-migration

Persecuted by AA, Rohingyas fleeing to Bangladesh

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

22m ago