পুড়ে মারা গেলেন একই পরিবারের ৫ জন

মৌলভীবাজারের সাইফুর রহমান সড়কে অগ্নিকাণ্ডে একই পরিবারের শিশুসহ ৫ জন মারা গেছেন।
নিহতরা হলেন: পিংকি সু স্টোরের মালিক সুভাষ রায় (৬৫), তার মেয়ে প্রিয়া রায় (১৯), সুভাষ রায়ের ভাইয়ের স্ত্রী দীপ্তি রায় (৪৮), সুভাষ রায়ের শ্যালকের স্ত্রী দীপা রায় (৩৫) এবং দীপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)।
আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেনের বরাত দিয়ে আমাদের মৌলভীবাজার সংবাদদাতা জানিয়েছেন, আজ (২৮ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ‘পিংকি সু স্টোর’-এ গ্যাসের পাইপলাইন ছিদ্র হয়ে আগুন লাগে থাকতে পারে।
“এরপর আগুন পুরো দালানে ছড়িয়ে পড়ে বলে,” উল্লেখ করে তিনি জানিয়েছেন, সেই দালানের দ্বিতীয় তলায় সুভাষ তার পরিবার নিয়ে থাকতেন।
দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর দুইটি ইউনিট কাজ করেছে।
নিহতদের পরিবারকে মৃতদেহ সৎকারের জন্য ১ লাখ টাকা করে সহায়তা দিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে বিষয়টি নিশ্চিত করেছেন।
Comments