চার লেন হচ্ছে হাতিরঝিল-রামপুরা সেতু-বনশ্রী-শেখেরজায়গা-আমুলিয়া-ডেমরা সড়ক
রাজধানীর হাতিরঝিল-রামপুরা সেতু-বনশ্রী-শেখেরজায়গা-আমুলিয়া-ডেমরা সড়ক চার লেন করার প্রকল্প গ্রহণ করেছে সরকার।
আজ (২৮ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্র জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম ও সিলেট বিভাগের সব যানবাহনের আসা-যাওয়ার মূল পথ যাত্রাবাড়ী ও সায়েদাবাদ। সেখানে যানজট কমাতে বিকল্প পথ হিসেবে হাতিরঝিল-রামপুরা সেতু-বনশ্রী-শেখেরজায়গা-আমুলিয়া-ডেমরা সড়ককে চার লেন করা হবে।
“সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে সড়কটি” তৈরি করা হবে উল্লেখ করে আরও জানানো হয়, এটি ঢাকা শহরের সঙ্গে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেটের সঙ্গে যুক্ত হবে।
আরও পড়ুন:
Comments