চীনে না গিয়েও করোনাভাইরাসে আক্রান্ত এক জাপানি
জাপানি কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সন্ধান পেয়েছে যিনি সম্প্রতি চীন সফর করেননি। তবে তিনি উহান থেকে আসা পর্যটকদের গাড়ি চালিয়েছিলেন।
জানুয়ারিতে ওই ব্যক্তি উহান থেকে আসা পর্যটকদের দুটি গ্রুপকে নিয়ে গাড়ি চালিয়েছিলেন। ২৫ জানুয়ারি ফ্লু-এর উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্যমন্ত্রী ক্যাটসুনোবু কাতো বলেছেন, সেদেশে নতুন করে দুইজন এই ভাইরাসে আক্রান্তের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে জাপানে আক্রান্ত মোট ছয়জনকে পাওয়া গেল।
তিনি সাংবাদিকদের বলেন, “তাদের মধ্যে একজনের উহান যাওয়ার কোনও তথ্য নেই এবং জানুয়ারিতে দুইবার তিনি উহান থেকে আসা পর্যটকদের বাস চালিয়েছেন।”
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, “তিনি উহানের পর্যটকদের মাধ্যমে সংক্রমিত হয়ে থাকতে পারেন। যদি তাই হয় তাহলে তিনি জাপানে প্রথম ব্যক্তি যিনি অন্য কারও মাধ্যমে সংক্রমিত হলেন।”
জাপানে এখনও পর্যন্ত যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের সবাই উহানে গিয়েছিলেন।
চীন থেকে আসা যাত্রীদের ওপর জাপান নতুন করে পর্যবেক্ষণ করা শুরু করেছে। সেই সঙ্গে উহান থেকে প্রায় ২০০ জাপানি নাগরিক ফিরিয়ে আনার জন্য উড়োজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে দেশটির কর্তৃপক্ষ।
Comments