পদোন্নতি পেলেন রোমান সানা
নতুন বছরের প্রথম মাসেই সুখবর পেলেন বাংলাদেশের ক্রীড়া জগতের নতুন তারকা রোমান সানা। দেশসেরা আর্চার পেয়েছেন পদোন্নতি। বাংলাদেশ আনসারে ল্যান্স নায়েক পদে উন্নীত হয়েছেন তিনি। এতদিন তিনি সংস্থাটিতে সৈনিক পদে ছিলেন।
বাংলাদেশ আনসারের যেসব অ্যাথলেট গেল বছর ডিসেম্বরে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে নজরকাড়া নৈপুণ্য দেখিয়ে পদক জিতেছিলেন, তাদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার (২৮ জানুয়ারি)। রাজধানীর খিলগাঁওয়ে সংস্থাটির প্রধান সদর দপ্তরে অ্যাথলেটদের পুরস্কৃত করার পাশাপাশি রোমানকে ল্যান্স নায়েক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
আগের বছরটা রোমানের জন্য ছিল একেবারে সোনায় মোড়ানো। গেল জুনে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে পুরুষ রিকার্ভ এককে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। ফলে ইতিহাসের মাত্র দ্বিতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে যোগ্যতার বলে অলিম্পিকে সরাসরি জায়গা করে নিয়েছেন তিনি। আগামী ২০২০ টোকিও অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
গেল সেপ্টেম্বরে এশিয়া কাপ-ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারিতে ব্যক্তিগত রিকার্ভে স্বর্ণ পদক জিতেছিলেন রোমান। এরপর বছরের শেষটাতেও তিনি ছিলেন দুর্দান্ত। নেপালের মাটিতে এসএ গেমসে আর্চারি ইভেন্টের সবকটি (১০টি) স্বর্ণ দেশে নিয়ে আসার পথে রোমান একাই জিতে নিয়েছিলেন তিনটি স্বর্ণ পদক।
সেই সাফল্যের রেশ থাকতে থাকতেই নতুন বছরের শুরুতে রোমান পেয়েছেন স্বীকৃতি। ল্যান্স নায়েক পদে পদোন্নতি পাওয়ার পর তিনি বলেছেন, ‘এটা আমার জন্য খুবই প্রেরণাদায়ক একটি বিষয়। আমি এখন বাংলাদেশ আনসারের কাছ থেকে আরও বেশি সুযোগ-সুবিধা পাব। আমি মনে করি, এই স্বীকৃতি ও পুরস্কার আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো পারফর্ম করার ব্যাপারে আমার দায়িত্ববোধকে বাড়িয়ে দিয়েছে।’
Comments