করোনাভাইরাস প্রতিরোধ: স্থলবন্দরে মেডিকেল ক্যাম্প
করোনাভাইরাস প্রতিরোধে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে চাতলাপুর স্থলবন্দর চেকপোস্টে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
গতকাল (২৮ জানুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং চাতলাপুর ইমিগ্রেশন পুলিশের সঙ্গে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের করোনাভাইরাসের লক্ষণ ও সচেতনতার ওপর মতবিনিময় হওয়ার পর মেডিকেল ক্যাম্প স্থাপন করা হলো।
কুলাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানিয়েছেন, এ উপজেলার একমাত্র স্থলবন্দর চাতলাপুর দিয়ে চীন থেকে ভারত হয়ে বাংলাদেশে আসা কোনো ব্যক্তির শরীরে ১০০ ডিগ্রির বেশি জ্বর, কাশি, কাশির সঙ্গে শ্বাসকষ্ট, মাথাব্যথা থাকলে তাদেরকে স্ক্রিনিংয়ের আওতায় আনা হবে।
ইমিগ্রেশন এলাকায় একজন উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তা এবং একজন সিএইচসিপি সকাল থেকে বিকাল পর্যন্ত তদারকিতে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানিয়েছেন, করোনাভাইরাসের লক্ষণ আছে এমন কোনো যাত্রী পেলেই দ্রুতই তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হবে।
Comments