ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কালীগঙ্গা নদীতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর হামলা করা হয়েছে।
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ছবি: স্টার

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কালীগঙ্গা নদীতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর হামলা করা হয়েছে।

গতকাল (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঘিওর উপজেলার উত্তর তরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় চারজন আহত হয়েছেন। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়িও ভাঙচুর করা হয়েছে।

এ ঘটনায় গতকাল রাতেই সরকারি কাজে বাধা, মারধর ও সরকারি গাড়ি ভাঙচুরের অভিযোগে থানায় মামলা হয়েছে।

হামলায় আহতরা হলেন, উপজেলা ত্রাণ শাখার অফিস সহায়ক ইলিয়াস হোসেন, উপজেলা তথ্য অফিসের অফিস সহায়ক ফরিদ মিয়া, ইউএনও’র গাড়ি চালক এনামুল হক ও নৈশ প্রহরী শাহ আলম। তাদের মধ্যে ফরিদকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে নৈশ প্রহরী শাহ আলম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাত আরও ৫০-৫৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ইউএনও আইরিন আক্তারের নেতৃত্বে ইলিয়াস হোসেন, ফরিদ মিয়া, এনামুল হক ও শাহ আলম উপজেলার উত্তর তরা এলাকায় যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, কেল্লা এলাকায় কালীগঙ্গা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এরপর বিকেলে পাঁচটার দিকে সেখানে গিয়ে উচ্ছেদ অভিযান শুরু করেন ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যাপারে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন: দুটি ড্রেজার পুড়িয়ে দিলেন সাটুরিয়ার ইউএনও

Comments

The Daily Star  | English

Bangladesh ranks 84th among 127 countries in Global Hunger Index

The level of hunger in Bangladesh this year has been categorised as "moderate"

33m ago