শরিয়ত সরকারের জামিনের আবেদন নাকচ
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী শরিয়ত সরকারের জামিনের আবেদন নাকচ করেছেন টাঙ্গাইলের আদালত।
আজ (২৯ জানুয়ারি) বিকালে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ বিচারক মোহাম্মদ শওকত আলী চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন বলে জানান আদালত পরিদর্শক তানভীর আহমেদ।
শুনানিতে শরিয়ত সরকারের পক্ষে আইনজীবী আনিসুর রহমান হুমায়ুন জামিনের আবেদন জানালে বিরোধিতা করেন টাঙ্গাইলের সরকার পক্ষের আইনজীবী এস আকবর খান।
গত ১১ জানুয়ারি ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাতের অভিযোগে বাউল শরিয়ত সরকারকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেপ্তার করে মির্জাপুর থানা পুলিশ।
ঢাকার ধামরাইয়ে একটি অনুষ্ঠানে গান গাওয়ার আগে বক্তব্য দেওয়ার সময় বাউল শরিয়ত সরকার ধর্ম নিয়ে কটূক্তি করেছেন, এমন অভিযোগে স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ ফরিদুল ইসলাম ৯ জানুয়ারি তার বিরুদ্ধে মামলা করেন।
গ্রেপ্তারের পরই পুলিশ তাকে টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন চাইলে শুনানির পর তিন দিনের রিমান্ডে পাঠান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকরামুল ইসলাম।
Comments