২০ কোটি টাকা করে বরাদ্দ পাবেন এমপিরা

জাতীয় সংসদের ৩০০ এমপি নিজ এলাকার উন্নয়নের জন্য ২০ কোটি টাকা করে বরাদ্দ পাবেন। এমপিদের সুপারিশ অনুযায়ী নতুন প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ৩০০ এমপি নিজ এলাকার উন্নয়নের জন্য ২০ কোটি টাকা করে বরাদ্দ পাবেন। এমপিদের সুপারিশ অনুযায়ী নতুন প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

আজ বুধবার (২৯ জানুয়ারি) সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের এমপি নাজমা আক্তারের প্রশ্নের উত্তরে একথা জানান মন্ত্রী।

মন্ত্রী জানান, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এ প্রত্যেক সংসদ সদস্যের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ রেখে একটি নতুন প্রকল্প নেয়া হচ্ছে।

লিখিত উত্তরে তিনি জানান, উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তবায়ন স্থানীয় এমপিদের সুপারিশ অনুযায়ী হবে।    

মন্ত্রী জানান, প্রত্যেক এমপির জন্য ২০ কোটি টাকা বরাদ্দ দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ চলছে। যা শেষ হবে চলতি বছরের জুনে।

সংসদের সংরক্ষিত মহিলা আসনের বিএনপির এমপি রুমিন ফারহানের প্রশ্নের উত্তরে স্থানীয় সরকারমন্ত্রী জানান, ঢাকা কিংবা বড় কোনো শহরে এই মুহূর্তে নগর সরকার করার কোনো পরিকল্পনা সরকারের নেই।

সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২৫০২ জন হকারের তালিকা করেছে সরকার, যাতে করে পরিবহন কিংবা পথচারির পথে কোনো বিঘ্ন না ঘটে।

তবে এনিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago