বৃহস্পতিবার সকাল থেকে ঢাকায় বিজিবির টহল

ঢাকার দুই সিটি নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে শহরের রাস্তায় টহলে নামছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্টার ফাইল ছবি

ঢাকার দুই সিটি নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে শহরের রাস্তায় টহলে নামছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ঢাকার জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি মিলিয়ে মোট ৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কাজ করবেন তারা।

ভোটগ্রহণের পরদিন ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিজিবি রাখার কথা জানিয়ে তিনি বলেন, স্ট্রাইক ফোর্স হিসেবে প্রতি দুই ওয়ার্ডে এক প্লাটুন বিজিবি থাকবে। আর ১০ প্লাটুন থাকবে রিজার্ভ ফোর্স হিসেবে।

বিজিবির পরিচালক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, বৃহস্পতিবার সূর্যোদয়ের পর থেকে টহল শুরু করবে বিজিবি। ডিএনসিসিতে পাঁচ প্লাটুন ও ডিএসসিসির জন্য অন্য পাঁচ প্লাটুন রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে।

নির্বাচন কমিশন সূত্রগুলো জানান, বিজিবির প্রতি প্লাটুনে ১৫ থেকে ২৫ জন সদস্য থাকেন।

Comments