'নারায়ণগঞ্জ হবে জাপানের নারাতোর মতো'
পরিকল্পনা, সহযোগিতা ও সিটি করপোরেশনের উদ্যোগে নারায়ণগঞ্জ শহরকে জাপানের নারাতো শহরের মতো পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন নারাতো সিটি মেয়র মিচিহিকো ইজোমি।
আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের নগরভবনে মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে ‘ফ্রেন্ডশিপ সিটি’ চুক্তি বিষয়ে মতবিনিময়ের পর একথা জানান ইজোমি।
সকালে নারাতো মেয়র মিচিহিকো ইজোমির নেতৃত্বে ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরিদর্শনে যান।
ইজোমি জানান, ১০ বছর আগেও নারাতো শহর ময়লা-আবর্জনার শহর ছিল। সঠিক পরিকল্পনায় তা পরিষ্কার হয়েছে। তেমনি নারায়ণগঞ্জ শহরও সহযোগিতা, পরিকল্পনা ও সিটি করপোরেশনের উদ্যোগে পরিবর্তন করা হবে।
এসময় মেয়র আইভী বলেন, “জাপান উন্নত দেশ। যে সম্পর্ক হলো তাতে আমাদের মানুষ লাভবান হবে। তেমনি শিখতে পারবে। দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়বে। জ্ঞান আহরণ করতে পারবে। প্রথম চুক্তি হিসেবে আমরা চাই এ সম্পর্ক যেন সারা দেশের মধ্যে উদাহরণ হয়।”
গতকাল ঢাকায় সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের উপস্থিতিতে জাপানের নারাতো সিটি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মধ্যে ‘ফ্রেন্ডশিপ সিটি’ সম্পর্ক স্থাপন বিষয়ে সমঝোতা চুক্তি সই করেন দুই মেয়র।
সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা ও মানবসম্পদ, এই চারটি খাতে নারাতো শহরের মেয়র সহযোগিতার আশ্বাস দিয়েছেন জানিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম দ্য দেইলি স্টারকে বলেন, “নারায়ণগঞ্জ থেকে সহজে শিক্ষার্থীরা জাপানে পড়তে যেতে পারবে, কাজের জন্য জাপান যাবে, জাপান এখানে বিনিয়োগ করবে, মানুষের কর্মসংস্থান হবে। এতে করে দুই দেশই লাভবান হবে।”
Comments