ঢাকায় টহল দিচ্ছে বিজিবি

BGB patrol in city
সিটি নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে বিজিবির টহল। ৩০ জানুয়ারি ২০২০। ছবি: মহিউদ্দিন জুয়েল

ঢাকার দুই সিটি নির্বাচনকে সামনে রেখে শহরের রাস্তায় টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (৩০ জানুয়ারি) সকালে বিজিবি গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি মিলিয়ে মোট ৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কাজ করবেন তারা।

তিনি জানিয়েছেন, আজ থেকে ভোটগ্রহণের পরদিন ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিজিবি রাখার কথা জানিয়ে তিনি বলেন, স্ট্রাইক ফোর্স হিসেবে প্রতি দুই ওয়ার্ডে এক প্লাটুন বিজিবি থাকবে। আর ১০ প্লাটুন থাকবে রিজার্ভ ফোর্স হিসেবে।

ডিএনসিসিতে পাঁচ প্লাটুন ও ডিএসসিসির জন্য অন্য পাঁচ প্লাটুন রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে বলেও জানিয়েছেন তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম জানিয়েছেন, নির্বাচন উপলক্ষ্যে নগরীতে ৪৫ হাজার থেকে ৪৭ হাজার পুলিশ, র‌্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Fakhrul urges EC to work swiftly for fair, acceptable election

Prof Yunus deserves thanks for instructions over polls preparations

1h ago