পাকিস্তানকে পরাজিত করতে ৭-১০ দিনের বেশি লাগবে না: মোদি
ভারত চাইলে ৭ থেকে ১০ দিনের মধ্যেই পাকিস্তানকে পরাজিত করতে পারবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৮ জানুয়ারি রাজধানী নয়াদিল্লিতে ন্যাশনাল ক্যাডেট করপসের (এনসিসি) এক অনুষ্ঠানে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদি বলেছেন, “পাকিস্তান আমাদের সঙ্গে তিনটি যুদ্ধে পরাজিত হয়েছে। তাদের আবার পরাজিত করতে আমাদের সেনাদের ৭-১০ দিনের বেশি সময় লাগবে না।”
তিনি বলেছেন, “পাকিস্তান কয়েক দশক ধরে জম্মু ও কাশ্মীরে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে আসছে। তারা কয়েক হাজার মানুষ ও নিরাপত্তাকর্মীকে হত্যা করেছে।”
“স্বাধীনতার পর থেকেই জম্মু-কাশ্মীরে অনেক সমস্যা রয়েছে। ফলে সেখানে ‘সন্ত্রাসবাদ’ বিস্তৃত হয়েছে। সেখানকার অনেক নাগরিকই বাধ্য হয়ে কাশ্মীর ছেড়ে চলে গেছে। বর্তমান সরকার দীর্ঘদিন থেকে চলে আসা এসব সমস্যার সমাধান করতে চায়,” যোগ করেন মোদি।
কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, কাশ্মীরকে সারাদেশের সঙ্গে এক করতেই এর বিশেষ মর্যাদা রদ করা হয়েছে। এর মধ্য দিয়ে কাশ্মীরই লাভবান হবে।
Comments