ইউপিডিএফ সদস্য গুলিতে নিহত
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের দেওয়ান পাড়া পার্শ্ববর্তী টিলায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন।
নিহত ইউপিডিএফ সদস্যের নাম অর্জুন চাকমা (৩৮)। আজ (৩০ জানুয়ারি) সকাল ৯টায় এ ঘটনা ঘটে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ভূইয়া জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ ও প্রতিপক্ষ দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর শুনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একটি লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, লাশের সঙ্গে একটি পিস্তল ও কিছু গুলির খোসা পাওয়া গেছে।
এ ব্যাপারে ইউপিডিএফের কোন বক্তব্য পাওয়া যায়নি।
Comments