জেএনইউ’র সাবেক ভিপি কানাইয়া কুমার গ্রেপ্তার
ভারতের নাগরিকপঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বর্তমানে যে আন্দোলন চলছে সেই প্রতিবাদের অন্যতম জোরালো কণ্ঠস্বর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) সাবেক ভিপি কানাইয়া কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ (৩০ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, বিহার রাজ্যের পুলিশ দেশটির নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে সংগঠিত ‘জন-গণ-মন’ পদযাত্রা থেকে কানাইয়াকে গ্রেপ্তার করে। সেসময় আন্দোলনরত আরও কয়েকজনকেও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সময় কানাইয়া কুমার উপস্থিত সংবাদিকদের বলেন, “প্রশাসন নাগরিকত্বের প্রমাণ হিসেবে আমার এবং সব ভারতীয়ের কাগজপত্র দেখতে চায়, অথচ আমাকে গ্রেপ্তারের কোনো কাগজ পুলিশ দেখাতে পারেনি।”
তিনি আরও বলেন, তারা কর্তৃপক্ষের কাছ থেকে সভার অনুমতি নিয়েছিলেন। কিন্তু, হঠাৎ করে গতরাতে সেই অনুমতি বাতিল করা হয়।
রাজ্যের চামপরাণ এলাকায় ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Comments