বিশ্বকাপে সালমাদের লক্ষ্য দুই-একটি জয়

আগের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় নেই একটিও। এবারো যদি না পারে তাহলে তো শূন্য হাতে ফেরার হ্যাটট্রিক হয়ে যাবে। তবে জয়ের বন্ধ্যত্ব এবার ঘোচাতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে লক্ষ্যটা খুব বেশি নয়। একটি-দুটি জয় তুলে নেওয়ার মিশনেই যাচ্ছে সালমার দল।
বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাতে জয় মাত্র ২টি। ২০১৪ সালে ঘরের মাটিতে সে দুটি জয় ছিল আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে। পরের দুই আসরে ফিরতে হয় খালি হাতে। এবার অস্ট্রেলিয়ায় আবার জয় তুলে নেওয়ার আশাবাদ ব্যক্ত করলেন নারী দলের অধিনায়ক সালমা খাতুন।
বিশ্বকাপের মিশনে আগামী রোববার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশের মেয়েরা। এর আগে আজ বৃহস্পতিবার হয় দলের অফিসিয়াল ফটোসেশন। সেই আনুষ্ঠানিকতা শেষে সালমা জানালেন'আমরা তো আশা করে যাই যে ভালো করব, একটি-দুটি ম্যাচ জিতব। এবারও আশা করছি একটি-দুটি ম্যাচ জিতব। সেই আশা নিয়েই বিশ্বকাপে যাচ্ছি।'
একে তো অস্ট্রেলিয়ার মাঠ। তার উপর বাংলাদেশের গ্রুপেই আছে স্বাগতিকরা। আছে নিউজিল্যান্ডও। মেয়েদের ক্রিকেটের অন্যতম শক্তিশালী দুই দল। তাদের বিপক্ষে আগে কখনোই খেলেনি বাঘিনীরা। সালমার ভাষায়, 'অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড অনেক কঠিন প্রতিপক্ষ। তবে ওরা এখনও আমাদের সম্পর্কে জানে না, আমরাও ওদের সম্পর্কে জানি না। ভিডিওতে ওরা দেখেছে আমাদের, আমরাও দেখেছি ওদের। মাঠে যখন আমরা খেলব, তখনই বুঝতে পারব কে কার চেয়ে ভালো। অবশ্যই তারা আমাদের চেয়ে ভালো। আমরা চেষ্টা করব স্মার্ট ক্রিকেট খেলতে।'
তবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে না খেলা হলেও গ্রুপে আছে চেনা প্রতিপক্ষ ভারত ও শ্রীলঙ্কা। এই ভারতকেই টানা দুইবার হারিয়ে এশিয়াকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তাই একটা দুইটা জয় অপ্রত্যাশিত নয়। তবে সেসবকে অতীত বলে দিলেন দলের সহ-অধিনায়ক রুমানা আহমেদ। বাস্তবতা মেনেই শ্রীলঙ্কাকে টার্গেট করছেন এ অলরাউন্ডার।
'এশিয়া কাপ অনেক আগেই চলে গেছে। তারপর অনেক ম্যাচ খেলেছি আমরা। মেয়েরা ভালোই করেছে। এবার বিশ্বকাপে বড় বড় দলের সঙ্গে খেলা। সবটুকু দিয়ে অনেক ভালো করতে চেষ্টা করব। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড অনেক ভালো দল। ভারতকে এশিয়া কাপে দুবার হারালেও কাজটা অনেক কঠিন। শ্রীলঙ্কার সঙ্গে ভালো কিছু করতে পারব বলে আমরা আশা করি।' - বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনা জানিয়ে এমনটাই বলেন রুমানা।
গত দুটি আসরেই বাছাই পর্ব খেলে বিশ্বকাপে জায়গা করে নিতে হয়েছে সালমাদের। টি-টোয়েন্টি বিশ্বকাপে শীর্ষ আটে থাকা দলগুলো পরের আসরে সরাসরি খেলার সুযোগ পায়। এবার ভালো কিছু করে সে সুযোগটা লুফে নিতে চান অধিনায়ক সালমা, 'পরের বিশ্বকাপে যেন আমাদের বাছাই পর্ব খেলতে না হয়, সেটি চাইব।'
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশের আসর শুরু হচ্ছে ২৪ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একটু আগেভাগেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ।
Comments