রাওয়ালপিন্ডি টেস্টে পাওয়া যাচ্ছে না ইমরুলকে

সাদমান ইসলাম ভুগছেন কব্জির পুরনো চোটে। তাই পাকিস্তানের বিপক্ষে আসন্ন রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হিসেবে সম্ভাব্যদের তালিকায় ছিলেন ইমরুল কায়েস। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটে থাকা এই বাঁহাতি ওপেনারের আগামী দুই সপ্তাহের মধ্যে মাঠে ফেরার কোনো আশা নেই।
Imrul Kayes
ইমরুল কায়েস। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

সাদমান ইসলাম ভুগছেন কব্জির পুরনো চোটে। তাই পাকিস্তানের বিপক্ষে আসন্ন রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হিসেবে সম্ভাব্যদের তালিকায় ছিলেন ইমরুল কায়েস। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটে থাকা এই বাঁহাতি ওপেনারের আগামী দুই সপ্তাহের মধ্যে মাঠে ফেরার কোনো আশা নেই।

পাকিস্তান সফরে অনিশ্চিত সাদমান। গেল বছর বিসিবি একাদশের হয়ে ভারত সফরে বাম হাতের কব্জির টেনডনে চোট পেয়েছিলেন এই তরুণ। সেই চোট নতুন করে ফিরে আসায় ব্যাট ধরতেই প্রচণ্ড ব্যথা অনুভব করছেন তিনি। তার খেলা-না খেলা নিয়ে দোলাচল থাকলেও ৩২ বছর বয়সী ইমরুলকে পাকিস্তানের বিপক্ষে টেস্টে দেখতে পাওয়ার সব সম্ভাবনা শেষ হয়ে গেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী দ্য ডেইলি স্টার’কে বলেছেন, ‘হ্যামস্ট্রিংয়ের চোটে থাকা ইমরুলকে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত পাওয়া যাবে না। তবে এটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে তিনি কবে মাঠে ফিরতে পারবেন।’

ফলে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম দুই রাউন্ডে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে নিশ্চিতভাবেই খেলা হচ্ছে না ইমরুলের। আগামীকাল শুক্রবার থেকে দেশের দুই ভেন্যুতে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের এই আসর। পাশাপাশি রাওয়ালপিন্ডি টেস্টে সুযোগ পাওয়ার জন্যও বিবেচনাতে থাকছেন না ৩৯ টেস্ট খেলা ইমরুল।

গেল বছর নভেম্বরে ভারতের মাটিতে বাংলাদেশের সবশেষ টেস্ট সিরিজের দলে ছিলেন ইমরুল। কিন্তু সাদমানের সঙ্গে ওপেন করতে নেমে দুটি ম্যাচেই ব্যর্থ হয়েছিলেন তিনি। চার ইনিংসে ব্যাট হাতে নেমে একবারও স্পর্শ করতে পারেননি দুই অঙ্ক। তার স্কোরগুলো ছিল যথাক্রমে- ৬, ৬, ৪ ও ৫।

দ্বিতীয় দফার পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। সাদা পোশাকের লড়াই মাঠে গড়াবে আগামী ৭ ফেব্রুয়ারি। তার আগে ৪ ফেব্রুয়ারি কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে পাকিস্তানে পৌঁছাবেন মুমিনুল হক-মাহমুদউল্লাহ রিয়াদরা।

Comments

The Daily Star  | English

Mirpur-10 metro station to reopen tomorrow

Mohammad Abdur Rouf, managing director of Dhaka Mass Transit Company Ltd, revealed the information in a press conference

3h ago