মেসির জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা
লেগানেসকে উড়িয়ে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। কাতালানদের হয়ে জোড়া গোল করেন লিওনেল মেসি। পাশাপাশি সতীর্থের একটি গোলের যোগানও দেন আর্জেন্টাইন তারকা।
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শেষ ষোলোর ম্যাচে সহজ প্রতিপক্ষ লেগানেসকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সা। দুর্দান্ত নৈপুণ্য দেখানো মেসির পাশাপাশি জালের ঠিকানা খুঁজে নেন আতোঁয়া গ্রিজমান, ক্লেমেন্ত লংলে ও আর্থুর মেলো।
একপেশে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। নেলসন সেমেদোর পাস পেয়ে নিচু শটে দূরের পোস্টে বল পাঠান বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড গ্রিজমান।
২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লংলে। লাফিয়ে উঠে মেসির কর্নারে হেড করে লক্ষ্যভেদ করেন তিনি। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।
৫৯তম মিনিটে জালের দেখা পান রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। লেগানেসের রক্ষণের ভুলে বল পেয়ে ডি-বক্সের ভেতর থেকে শট নেন তিনি। ডিফেন্ডার কেভিন রদ্রিগেজের পায়ে লেগে দিক পাল্টে বল জড়ায় জালে।
৭৭তম মিনিটে আনসু ফাতি ও মেসির চেষ্টা রুখে দিলেও ব্রাজিলিয়ান আর্থুরকে থামাতে পারেনি অতিথিরা। ছোট ডি-বক্সের সামনে থেকে নিচু শটে ম্যাচের স্কোরলাইন ৪-০ করেন তিনি।
লেগানেসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মেসি। ইভান রাকিতিচের রক্ষণচেরা পাস থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড।
Comments