অনলাইনে সরাসরি দেখুন বিসিএলের ম্যাচ
শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর অষ্টম আসর। এবার সিঙ্গেল লিগ ভিত্তিতে চার দলের অংশগ্রহণে হচ্ছে দেশের ফ্রেঞ্চাইজিভিত্তিল প্রথম শ্রেনীর এই আসর। এবার বিসিএল অনলাইনে সরাসরি দেখার ব্যবস্থা করেছে বিসিবি।
পিচ ভিশন টেকনোলজির সহায়তায় মাঠের এক প্রান্ত থেকেই দেখে নেওয়া যাবে ম্যাচগুলো। এবার বিসিএলের ফাইনাল গোলাপি বলে ও দিবারাত্রির করার ভাবনা আছে। সেই ম্যাচটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করার কথা জানিয়েছে আয়োজকরা।
প্রথম রাউন্ডের খেলাগুলো অবশ্য দর্শকরা দেখে নিতে পারেন অনলাইনেই।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম রাউন্ডের খেলায় লড়ছে ওয়লটন মধ্যাঞ্চল ও ইসলাম ব্যাংক পূর্বাঞ্চল। খেলাটি দেখুন এখানে- মধ্যাঞ্চল বনাম পূর্বাঞ্চল
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলছে বিসিবি পরিচালিত দুই দল দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল। এই খেলাটি দেখুন এখানে- দক্ষিণাঞ্চল বনাম উত্তরাঞ্চল
Comments