‘কাদেরের অবস্থা স্থিতিশীল’

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন সেতু মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাসের।
এর আগে, আজ (৩১ জানুয়ারি) সকালে অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আবু নাসের দ্য ডেইলি স্টারকে বলেছেন, “আজ সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে বৈঠক চলছিল। সেসময় শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
হাসপাতালের চিকিৎসক অধ্যাপক আলী আহসান ও ডা. আবু নাসর রিজভীর বরাত দিয়ে তিনি বলেন, “চিকিৎসকরা চেকআপ করেছেন। ব্লাড প্রেসারসহ অন্যান্য রিপোর্ট ভালো এসেছে।”
তিনি আরও বলেছেন, “তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং ব্লাড প্রেসারও নর্মাল রয়েছে।”
এর আগে ২০১৯ সালের ৩ মার্চ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। সেসময় পরীক্ষায় তার করোনারি আর্টারিতে ব্লক পাওয়া যায়। পরে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। গত বছরের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টের বাইপাস সার্জারি করা হয়।
Comments