পোলিং এজেন্টদের নির্ভয়ে ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালনের আহ্বান সিইসির

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের সময় পোলিং এজেন্টদের কেন্দ্র ছেড়ে চলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
cec-web_1.jpg
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। স্টার ফাইল ছবি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের সময় পোলিং এজেন্টদের কেন্দ্র ছেড়ে চলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগাওগাঁওয়ে নির্বাচন কমিশনে নিজ কার্যালয় থেকে ভোট শুরুর আগে শেষ ব্রিফিংয়ে তিনি বলেন, “পোলিং এজেন্টরা নিজ থেকে চলে না গেলে, কেউ তাদের কেন্দ্র থেকে বের করে দিতে পারবে না।”

বিএনপি এবং আওয়ামী লীগের প্রার্থীর পোলিং এজেন্টদের তিনি নির্ভয়ে ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

সিইসি বলেন, “কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের কেউ বের করে দেওয়ার চেষ্টা করছে, এমন ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট পোলিং অফিসারের সহায়তা নিন।”

ইভিএম নিয়ে জালিয়াতির আশঙ্কার বিষয়ে সিইসি নূরুল হুদা বলেন, “ইভিএম এমন জিনিস, যেখানে ভোটারকে যেতে হবে। একজনের ভোট আরেকজনের দেওয়ার কোনো সুযোগ নেই।”

Comments