ব্রেক্সিটকে ‘নব যুগের সূচনা’ হিসেবে দেখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Boris Johnson.jpg
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। রয়টার্স ফাইল ছবি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যুক্তরাজ্যে ‘নব যুগের সূচনা’ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রেক্সিট বিল অনুযায়ী, আজ (৩১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১১টায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে কার্যকরভাবে বেরিয়ে যাবে যুক্তরাজ্য।

আজ যুক্তরাজ্যের নাগরিকদের উদ্দেশে টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন বলে জনিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বরিস জনসন বলেন, “অবশেষে ইইউর সঙ্গে যুক্তরাজ্যের বহুদিনের দ্বন্দ্বের অবসান হচ্ছে। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের ৪০ বছরের বন্ধন ছিন্ন হতে যাচ্ছে আজ।”

এ ঘটনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখছেন বরিস জনসন। তাই তিনি এ দিনটিকে ‘শ্রদ্ধার’ সঙ্গে উদযাপন করতে চান।

ইইউ থেকে যুক্তরাজ্য বের হয়ে গেলে স্বাভাবিকভাবেই দেশটির কিছু পরিবর্তন আসবে। যদিও নতুন বাণিজ্য এবং ভবিষ্যৎ চুক্তির জন্য চলতি বছরের শেষ পর্যন্ত সময় পাবেন বরিস জনসন। তবে, ইইউ বারবার সতর্ক করে দিয়ে জানিয়েছে বরিস জনসনের জন্য তা মোটেও সহজ হবে না।

ইইউ থেকে বের হয়ে যাওয়ার দিনটিকে ব্রেক্সিট সমর্থকদের সঙ্গে নিজ বাসভবনে উদযাপন করতে চান বরিস জনসন। যিনি ২০১৬ থেকেই ইইউ থেকে বের হাওয়ার পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন।

টেলিভিশনে প্রচারিত বক্তব্যে বরিস জনসন বলেন, “আজ থেকে নতুন সূর্য উদিত হচ্ছে। নতুনভাবে পথ চলা শুরু হচ্ছে আমাদের। তাই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

Comments

The Daily Star  | English

'Appalling' to see civilians treated as 'collateral damage' by Iran, Israel: UN

Iran and Israel traded further air attacks on Thursday as Trump kept the world guessing about whether the US would join Israel's bombardment of Iranian nuclear facilities.

19h ago