শতভাগ আশাবাদী আমার পক্ষে রায় আসবে: আতিকুল

অত্যন্ত চমৎকার পরিবেশে নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

অত্যন্ত চমৎকার পরিবেশে নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

সকাল পৌনে এগারোটার দিকে টেলিফোনে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, “অত্যন্ত চমৎকার পরিবেশে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর সময়ে ভোটার উপস্থিতি একটু কম ছিলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতিও।”

ভোট কেন্দ্রগুলোতে বিএনপির পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গা থেকে। এই অভিযোগের বিষয়ে দ্য ডেইলি স্টারকে আতিকুল ইসলাম বলেন, “তাবিথ আওয়াল প্রথমে অভিযোগ করেছিলেন তার পোষ্টার লাগাতে দেওয়া হচ্ছে না। কিন্তু ঢাকা শহরে আমার থেকে তার পোষ্টার বেশি আছে। এখন তারা বলছে তাদের এজেন্ট ঢুকতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগও সঠিক নয়। তবে যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে তাহলে আমি নিজে এজেন্টদের কেন্দ্রে ঢুকতে সহায়তা করবো।”

ভোটের ফলাফল বিষয়ে তিনি বলেন, “ভোটের ফলাফলের বিষয়ে আমি অত্যন্ত আশাবাদী। আমি শতভাগ আশাবাদী আমার পক্ষে রায় আসবে।”

Comments

The Daily Star  | English

Singapore’s Financial Intelligence Unit seeks information on S Alam Group

The overseas assets of S Alam Group, including those in Singapore, came under scrutiny following recent media reports.

46m ago