ভোটের সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক রক্তাক্ত
সিটি করপোরেশন নির্বাচনে রাজধানীর মোহাম্মদপুর ও নিকুঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন দুজন সাংবাদিক। তারা গুরুতর আহত হয়েছেন।
তাদের একজন অনলাইন নিউজপোর্টাল ‘আগামী নিউজ’-এর সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন এবং অপরজন ফটো এজেন্সি প্রেস বাংলা এজেন্সি (পিবিএ)-এর বিশেষ প্রতিনিধি জিহাদ ইকবাল।
ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান, মোহাম্মদপুরের জাফরাবাদের একটি ভোটকেন্দ্রে গিয়ে হামলায় রক্তাক্ত হন সুমন। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে নিকুঞ্জে জানে আলম স্কুল কেন্দ্রে জিহাদ ইকবালকে পিটিয়ে জখম করা হয়। এসময় তার ক্যামেরাও ভাঙচুর করা হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
Comments