পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে তামিমের ব্যাটে দারুণ সেঞ্চুরি
পরের শুক্রবারেই পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে নামতে হবে বাংলাদেশকে। তার আগে প্রস্তুতির শেষ সুযোগ ছিল বিসিএলের প্রথম রাউন্ড। তামিম ইকবাল সেটা কাজে লাগিয়েছেন দারুণভাবে। অসাধারণ সেঞ্চুরিতে টেস্টের নামার আগে দিয়েছেন ছন্দে থাকার বার্তা।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলের তামিম তিন অঙ্কে পৌঁছান ১২৬ বলে। প্রথম শ্রেণীতে এটি তামিমের ১৬তম শতক। পরে সেই সেঞ্চুরি দেড়শো পার করে আরও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছেন তিনি।
আগের দিন উইকেট ছিল বেশ কঠিন। টিকে থাকার মন্ত্রে দিন পার করে বড় সংগ্রহ আনতে পারেনি মধ্যাঞ্চল। তাদের ২১৩ রানের জবাবে দ্বিতীয় দিন নিজেদের করে নিচ্ছে পূর্বাঞ্চল। এরমধ্যে হাতে ৯ উইকেট রেখে লিড নিয়ে ফেলেছে তারা।
আগের দিন ব্যাট করতে নেমে কেবল দুই বল খেলেছিল পূর্বাঞ্চলের ওপেনারররা। দ্বিতীয় দিনেই আসলে শুরু হয় তাদের ইনিংস। পিনাক ঘোষকে নিয়ে সকালের প্রথম ঘন্টা অনায়াসে পার করে দেন তামিম। ১৫ ওভারের বেশি ব্যাট করে দুজনে আনেন ৬২ রান। শুভাগত হোমের বলে ৫০ বলে ২৬ করে পিনাক এলবিডব্লিও হয়ে ফিরলে ভাঙ্গে এই জুটি।
এরপর অধিনায়ক মুমিনুল হককে নিয়ে সাবলীল খেলতে থাকেন তামিম। তার ব্যাটে ছিল ওয়ানডে মেজাজ। থিতু হতে সময় নেননি, বোলারদের উপর সুযোগ পেলেই হয়েছেন চড়াও। সেঞ্চুরিতে যাওয়ার পথে বাংলাদেশের সেরা ওপেনার মেরেছেন ১৪ চার।
দেড়শো রান পেরুতে মেরেছেন ২২ চার। চা বিরতি পর্যন্ত দ্বিতীয় উইকেট জুটিতে ২১৫ রানে অবিচ্ছিন্ন আছেন তামিম-মুমিনুল। ১৯০ বলে ১৫৭ রান নিয়ে খেলছেন তামিম। ১৪৬ বলে ৯ চারে ৮৫ রান নিয়ে খেলছেন মুমিনুল হক। পূর্বাঞ্চল ৬৪ ওভারে তুলে ফেলেছে ১ উইকেটে ২৭৭ রান। হাতে ৯ উইকেট নিয়ে ৬৪ রানের লিড নিয়ে ফেলেছে তারা।
Comments