৩১২ বাংলাদেশি চীন থেকে দেশে ফিরেছেন, ৮ জন হাসপাতালে

Return from China
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে করে করোনাভাইরাসে আক্রান্ত চীনের উহানে আটকে থাকা ৩৬১ বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। ১ ফেব্রুয়ারি ২০২০। ছবি: স্টার

করোনাভাইরাসে আক্রান্ত চীনের উহানে আটকে থাকা ৩১২ বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। তাদের মধ্যে আটজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে করে আজ দুপুরের তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন। বিমানবন্দরের চিকিৎসক ড. জহিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চের (আইইডসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদি সাবরিনা ফ্লোরা গতকাল দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, “বিমানে ওঠার আগে তাদের প্রথম স্ক্রিনিং করা হয়। ঢাকায় নামার পর তাদেরকে আবার স্ক্রিনিং করা হয়েছে।”

গতকাল সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকা থেকে উহানের উদ্দেশ্যে যাত্রা করে বিশেষ বিমানটি।

বাংলাদেশিদের নিরাপদে ফিরাতে ওই বিমানে কেবিন ক্রুর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর তিন এবং বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের এক চিকিৎসক ছিলেন।

চীন থেকে ফেরত আসাদের আশকোনা হজ ক্যাম্পের দ্বিতীয় তলায় ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হবে।

নিরাপত্তার কারণে তাদের কাউকে পরিবারের সদস্য বা অন্য কারো সঙ্গে দেখা করতে দেওয়া হবে না। তারা পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন।

Comments

The Daily Star  | English
DGFI involvement in enforced disappearances

2 years lost, life shattered

He was around 15 when he was picked up, a ninth grader.

9h ago