সাংবাদিকের ওপর হামলা, ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সিটি নির্বাচনে সংবাদ সংগ্রহকালে জাতীয় দৈনিক কালের কণ্ঠের প্রধান আলোকচিত্রী শেখ হাসানের ওপর আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
Sheikh Hasan-1.jpg
কালের কণ্ঠের প্রধান আলোকচিত্রী শেখ হাসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সিটি নির্বাচনে সংবাদ সংগ্রহকালে জাতীয় দৈনিক কালের কণ্ঠের প্রধান আলোকচিত্রী শেখ হাসানের ওপর আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

দ্য ডেইলি স্টারের কাছে এই অভিযোগ জানিয়েছেন কালের কণ্ঠের চিফ ক্রাইম রিপোর্টার এস এম আজাদ।

আজ (১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের মাদারটেক স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা শেখ হাসানের ক্যামেরার মেমোরি কার্ড নিয়ে যায় বলেও জানান তিনি।

এছাড়াও, দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দ্য ডেইলি স্টারের এক সাংবাদিকের ফোন ছিনিয়ে নেয় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা। পরে অবশ্য সেটি ফিরিয়ে দেন তারা।

ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান, সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা কেন্দ্রে ঢুকে ভোটাররা কোন মার্কায় ভোট দিচ্ছেন, তা দেখছিলেন। এ ঘটনার ছবি তুলতে গেলে তারা আমার ফোন ছিনিয়ে নেন। পরে সাংবাদিক পরিচয় দিলে তারা সেটি ফিরিয়ে দেন।

Comments