নির্বাচন প্রত্যাখ্যান করলাম: গণফ্রন্টের মেয়র প্রার্থী সামাদ
ভোটকেন্দ্রগুলোতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দাপট এবং ভোট কারচুপির অভিযোগ তুলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করেছেন গণফ্রন্টের মেয়র প্রার্থী আব্দুস সামাদ সুজন।
মাছ প্রতীক নিয়ে নির্বাচন করা এই প্রার্থী দ্য ডেইলি স্টারকে বলেন, ভোটকেন্দ্রগুলোতে ক্ষমতাসীন দলের ক্যাডাররা ভোটারদের ঠিকমতো ভোট দিতে দিচ্ছে না বলে অভিযোগ করছেন ভোটাররা। প্রায় ৩০টির মতো কেন্দ্র ঘুরে সব জায়গাতেই একই অভিযোগ পেয়েছি।”
আজ দুপুর ১২টার দিকে তিনি গণফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন বয়কটের ঘোষণা দেন। তিনি বলেন, “আমি এই নির্বাচন প্রত্যাখ্যান করে সরে দাঁড়ালাম।”
Comments