গোপন ভোট ‘গোপন’ থাকছে না
ভোটারের ভোট একটা গোপন বিষয়। কিন্তু ইভিএমে ভোট গোপন থাকছে না বলে অভিযোগ করছেন অনেক ভোটার।
তারা অভিযোগ করছেন, তারা যখন ভোট দিতে যাচ্ছেন তখন ভোটার কে, কোন মার্কায় দিচ্ছেন তা পোলিং অফিসাররা দেখতে পাচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে এজেন্টরাও দেখছেন কোন প্রতীকে ভোট দেওয়া হচ্ছে।
একজন ভোটার অভিযোগ করেন, যখন তিনি প্রথমে মেয়র পদে ভোট দিলেন তখন স্ক্রিনে দেখাচ্ছে আপনি অমুক মার্কায় ভোট দিয়েছেন, সেটা স্ক্রিনে থাকে পরবর্তী দুটি ভোট দেওয়া পর্যন্ত। যখন তিনটি ভোট দেওয়া সম্পন্ন হয়, তখন স্ক্রিনে লেখা উঠে আপনার ভোটটি সফলভাবে সম্পন্ন হয়েছে। স্ক্রিন থেকে প্রতীকগুলো সরে যায়। কেউ যদি দুটি ভোট দিতে চান, আরেকটি ভোট দিতে না চান তাহলে তাকে ক্যান্সেল বাটন চাপতে হবে। কিন্তু, এটা অধিকাংশ ভোটারই জানেন না বা বুঝতে পারেন না।
একটি পাতলা কাপড় দিয়ে বুথ আর পোলিং অফিসারকে আলাদা করা হয়েছে। তার সামান্য দূরে এজেন্টরা বসে আছেন। পোলিং অফিসার ঘাড় ঘুরালে, এজেন্টরা উঠে দাঁড়ালেই স্ক্রিনে প্রতীক দেখতে পাচ্ছেন। জেনে যাচ্ছেন কে, কোন মার্কায় ভোট দিচ্ছেন। কাপড় দিয়ে আড়াল করা বুথে ভোটারের গোপনীয়তা রক্ষা হচ্ছে না।
তারা আরও অভিযোগ করেন, কোনো ভোটার যদি তিনটি ভোট না দেয় তবে ভোট সম্পন্ন হবে না। পছন্দের প্রার্থী না থাকলেও ভোটারদের তিনটি ভোটই দিতে হবে।
Comments