ধ্বংসস্তূপ থেকে রনি-আরিফুলের লড়াই

৪৬ রানে পড়ে গিয়েছিল ৫ উইকেট। একশোর ভেতর গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল দল। তবে চরম বিপর্যস্ত উত্তরাঞ্চল রনি তালুকদার আর আরিফুল হকের ফিফটিতে ঠিকই পার করেছে দুইশো।
ফাইল ছবি

৪৬ রানে পড়ে গিয়েছিল ৫ উইকেট। একশোর ভেতর গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল দল। তবে চরম বিপর্যস্ত উত্তরাঞ্চল রনি তালুকদার আর আরিফুল হকের ফিফটিতে ঠিকই পার করেছে দুইশো।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিএলের প্রথম রাউন্ডে ফজলে রাব্বির সেঞ্চুরিতে দক্ষিণাঞ্চল করেছিল ২৬২ রান। আগের দিন ইনিংস শুরু করে ৫ ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় উত্তরাঞ্চল। শনিবার (১ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনে তারা শেষ পর্যন্ত করেছে ২০৭ রান। তাতে ৫৫ রানের লিড পায় দক্ষিণাঞ্চল। তবে রনি আর আরিফুল প্রতিরোধ না করলে এই লিড হতে পারত আরও অনেক বেশি।

এরপর দ্বিতীয় ইনিংস শুরু করে ১ উইকেটে ৪০ রান তুলে দিন পার করেছে দক্ষিণ। তারা এগিয়ে গেছে ৯৫ রানে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ফজলে রাব্বি ফেরেন ২ রান করে। এনামুল হক বিজয় আহত হয়ে ফিরে গেছেন ৫ বল খেলে। ৬০ বলে ১৯ করা শাহরিয়ার নাফীসের সঙ্গে ৫৪ বলে ১৬ রান নিয়ে ব্যাট করছেন শামসুর রহমান শুভ।

সকালে ৫ উইকেটে ৪৬ রান নিয়ে নেমে ঘাসের উইকেটে সকালবেলা প্রতিরোধ গড়েন রনি ও তানবির হায়দার। সকালের ঝাপটা পার করে দেন তারাই। ৫৮ রানের জুটিতে একশো পার করেন তারা। ৯২ বলে ৩৪ করে আব্দুর রাজ্জাকের বলে তানবির আউট হলে ভাঙে এই জুটি। পরে ১৪৩ বলে চোয়ালবদ্ধ দৃঢ়তায় ৫৫ করা রনিকেও ফেরান রাজ্জাক।

অলরাউন্ডার আরিফুলের সঙ্গে পরে দাঁড়িয়ে যান পেসার সুমন খান। দুজনে মিলে আনেন আরও ৫২ রান। দুশো পেরিয়ে যায় উত্তরাঞ্চল। সুমন ৪৮ বলে ২৭ রান করে আউট হলেও আরিফুল অপরাজিত থেকে যান ১১১ বলে ৫৮ রানে। আগের দিন ৫ উইকেট নেওয়া শফিউল ইসলাম শেষ পর্যন্ত ৬ উইকেট নেন ৪০ রানে। রাজ্জাক ৭২ রানে পান ৪ উইকেট।

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh 2024

4 more die of dengue

660 patients were also hospitalised during this time

1h ago