নারায়ণগঞ্জে ভেঙে পড়লো শফীর মঞ্চ
আহমদিয়া মুসলিম জামাতকে (কাদিয়ানি) অমুসলিম ঘোষণার দাবিতে নারায়ণগঞ্জে মহাসম্মেলন করেছে হেফাজতে ইসলাম।
সেখানে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী ও মহাসচিব জুনায়েদ বাবুনগরী। এসময় তাদের নিয়েই সম্মেলনস্থলের মূল মঞ্চের একাংশ ভেঙে পড়ে যায়। তবে অক্ষত ছিলেন হেফাজতে ইসলামের এই দুই শীর্ষ নেতা।
আমাদের নারায়ণগঞ্জ সংবাদদাতা জানান, বিকাল চারটায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সমাবেশ মঞ্চে উপস্থিত হন আহমদ শফী। সাড়ে চারটার দিকে ওই ময়দানেই আসরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হওয়া মাত্র মঞ্চের পেছনের অংশ ভেঙে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিচের বাঁশ খুলে যাওয়ার মঞ্চের পেছনের অংশ ভেঙে পড়ে। এসময় সেখানে হুড়োহুড়ি শুরু হয়।
অনুষ্ঠানের সমন্বয়ক মওলানা ফেরদাউস-উর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, অতিরিক্ত লোকের উপস্থিতির কারণে মঞ্চের পেছনের অংশ দেবে যায়। এতে কেউ হতাহত হননি।
Comments