দিল্লিতে সিএএ-বিরোধী বিক্ষোভে ফের গুলি

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে করা বিক্ষোভের কেন্দ্রস্থল দিল্লির শাহিনবাগে ফের গুলি চালানোর খবর পাওয়া গেছে। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের ওপর গুলির ঘটনার দুই দিন পর ফের ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে গুলি চালানোর ঘটনা ঘটলো।
গুলি চালানো ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: এনডিটিভি

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে করা বিক্ষোভের কেন্দ্রস্থল দিল্লির শাহিনবাগে ফের গুলি চালানোর খবর পাওয়া গেছে। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের ওপর গুলির ঘটনার দুই দিন পর ফের ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে গুলি চালানোর ঘটনা ঘটলো।

বিতর্কিত আইনটি বাতিলের দাবিতে দক্ষিণ দিল্লির শাহিনবাগে এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে।

এর মধ্যে, আজ বিক্ষোভকারীদের সামনে থাকা ব্যারিকেডের দিকে এগিয়ে এক ব্যক্তি ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে গুলি চালায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পরে পুলিশ তাকে আটক করে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পুলিশের পাশে দাঁড়িয়েই লোকটি দু-তিনবার গুলি চালায়।

“আমরা হঠাৎ গুলির শব্দ শুনতে পেয়েছি। এর আগে এক লোককে ‘জয় শ্রীরাম’ বলে চিৎকার করতে শুনেছি। তিনি দুই রাউন্ড গুলি চালিয়েছেন। তার ঠিক পেছনেই পুলিশ দাঁড়িয়ে ছিল,” বলেন তিনি।

ওই প্রত্যক্ষদর্শী আরও বলেন, “পিস্তলে গুলি আটকে গেলে তিনি পালিয়ে যায়। পরে দৌড়ে এসে আবার গুলি চালানোর চেষ্টা করে। এরপর, পাশের একটা ঝোপে পিস্তলটি ফেলে দিয়ে তিনি পালানোর চেষ্টা করে। সেসময় আমাদের কয়েকজন ও পুলিশ মিলে তাকে ধরে ফেলি। পরে, পুলিশ তাকে নিয়ে যায়।”

“আমার দেশে শুধু হিন্দুই থাকবে, আর কেউ না”- এমন কথাও তাকে বলতে শোনেন প্রত্যক্ষদর্শী।

পুলিশ কর্মকর্তা চিন্ময় বিশ্বল জানিয়েছেন, ওই ব্যক্তি ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ তত্ক্ষণাৎ তাকে আটক করে।

এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Comments