অংশগ্রহণমূলক নির্বাচনে ব্যর্থ ইসি: সিপিবি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে অংশগ্রহণমূলক নির্বাচন করতে নির্বাচন কমিশন ও সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
ভোট শেষে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলমের যৌথ বিবৃতিতে ্এ দাবি করা হয়।
এতে বলা হয়, বেশিরভাগ ভোটার ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারেননি। সরকার দলীয় নেতাকর্মীরা বিভিন্নভাবে ভয় দেখিয়েছে। আর এ কারণেই জনগণ এই ভোটের ফল মেনে নেবে না।
ভোটারদের ভোট দেয়ায় নিরুৎসাহিত করা হয়েছে জানিয়ে, সিপিবি দাবি করে ভোটকেন্দ্রে সরকার দলীয় লোকজন ও বহিরাগতদের উপস্থিতি ছিল।
ভোটকক্ষে সরকার দলীয় কর্মীদের প্রবেশ, ভোট দেয়ায় বাধা এবং নিজেরাই অন্যের ভোট দিয়ে দেয় বলেও অভিযোগ উঠেছে বলে জানায় সিপিবি।
বিবৃতিতে বলা হয়, উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের পোলিং এজেন্ট এবং সরকার দলীয় লোক অনেক ভোটারকেই ভোটকেন্দ্রে ‘নৌকা’ মার্কায় ভোট দিতে বাধ্য করে।
Comments