আশুলিয়ায় বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৩
সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসচাপায় মা ও মেয়েসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।
আজ সকাল সাড়ে সাতটার দিকে আশুলিয়ার নবীনগর এলাকার জাতীয় স্মৃতিসৌধের তিন নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার আউকপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে জুয়েল রানা (২৫), নড়াইল জেলার লোহাগড়া থানার দানাইদ গ্রামের আরোজ মোল্লার মেয়ে মালেকা (২২) ও তার মেয়ে ফাতেমা (৩)।
পুলিশ জানায়, সকালে বাড়ি যাওয়ার জন্য রিকশায় করে নবীনগরে বাসের টিকেট কাউন্টারে যাওয়ার সময় গাজীপুর থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী কাবা পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এসময় রিকশা থেকে চালকসহ যাত্রী মালেকা ও তার মেয়ে ছিটকে পড়েন। পড়ে ওই বাসের নিচে চাপা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক নুরুল হুদা ভুঁইয়া জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হলেও এর চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Comments