৬২ বিলিয়ন ডলার ঘাটতিতে পড়তে যাচ্ছে চীন
করোনাভাইরাসের কারণে ৬২ বিলিয়ন ডলার ঘাটতিতে পড়তে যাচ্ছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য গ্লোবাল টাইমস ও অর্থনীতিবিদরা এই আশঙ্কার কথা জানিয়েছেন।
তারা বলছেন, অর্থনীতিতে করোনাভাইরাসের প্রভাব এখনই নির্ধারণ করা অসম্ভব। তবে, চীনের প্রবৃদ্ধির হার দুই শতাংশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এটিতে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৪ হাজারেরও বেশি মানুষ।
করোনাভাইরাস প্রতিরোধে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি সম্প্রতি কিছু কর্মসূচি হাতে নিয়েছে। বাণিজ্যিক সংকট দূর করতেও নীতি-নির্ধারকরা কিছু উদ্যোগ নিয়েছেন। চিকিৎসা ও যন্ত্রাংশ কিনতে কেন্দ্রীয় এবং স্থানীয় সরকার ১২ দশমিক ৬ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে।
চীনের যেসব শহরে এ ভাইরাসের সংক্রমণ বেশি, সেখানে ক্ষুদ্র ব্যবসায়ী ও ব্যক্তি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রধান ব্যাংকগুলো সুদমুক্ত আর্থিক সুবিধা দিতে শুরু করেছে। ব্যাংক অব চীন ঘোষণা দিয়েছে, উহানসহ অন্যান্য প্রদেশগুলোর ব্যবসায়ীরা যদি করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হন, তাহলে ঋণ পরিশোধে তাদের কয়েক মাস পর্যন্ত অতিরিক্ত সময় দেওয়া হবে।
জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ হয় বেইজিং। চুক্তি অনুযায়ী, আগামী দুই বছরে তারা যুক্তরাষ্ট্র থেকে ২শ’ বিলিয়ন ডলারের পণ্য কিনবে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন, করোনাভাইরাস দ্রুত সময়ে দুর্বল হয়ে পড়লেও এই লক্ষ্য পূরণ করা কঠিন হয়ে যাবে।
Comments