নোয়াখালীতে ১২ হাজার ইয়াবাসহ আটক ২
নোয়াখালীর চাটখিলে অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় পুলিশ। তারা হলেন- কক্সবাজার সদর উপজেলার হামিদুল হক (৩২) ও রামু উপজেলার আজিজ করিম (৩৫)।
চাটখিল থানা পুলিশ জানিয়েছে, কক্সবাজার থেকে চাটখিল পৌর এলাকায় মাইক্রোবাসে ইয়াবার চালান প্রবেশ করছে এমন তথ্যের ভিত্তিতে পৌরসভার ১১নং পুল এলাকায় চেকপোস্ট বসানো হয়।
আজ ভোর সাড়ে ৫টার সময় রামগঞ্জগামী একটি মাইক্রোবাস তল্লাশির সময় হামিদুল ও আজিজকে ইয়াবাসহ আটক করে পুলিশ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, “পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি নিজেদের ইয়াবা ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। এ দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।”
আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। তবে, মাদকের চালান কোথায় যাচ্ছিল তা জানাতে পারেনি পুলিশ।
Comments