সিটি নির্বাচন: মঙ্গলবার বিএনপির বিক্ষোভ

ঢাকার দুই সিটি নির্বাচনের ফল বাতিলের দাবিতে সকাল-সন্ধ্যা হরতালের পর বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।
fakhrul_islam_alamgir_2_0_1_1.jpg
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকার দুই সিটি নির্বাচনের ফল বাতিলের দাবিতে সকাল-সন্ধ্যা হরতালের পর বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন। সেদিন ঢাকার সব থানায় বিএনপি বিক্ষোভ করবে বলে তিনি জানান।

ফখরুল জানান, নির্বাচনের ফল বাতিলের দাবির পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতেও সেদিন তারা বিক্ষোভ করবেন। একই দিনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন সংবাদ সম্মেলন করে ভোট জালিয়াতির তথ্যপ্রমাণ হাজির করবেন।

রোববারের হরতাল প্রসঙ্গে ফখরুল বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে তাদের দলের হরতাল সফল হয়েছে।

স্বল্প সময়ের ঘোষণায় এই কর্মসূচি সফল করার জন্য জনগণকে ধন্যবাদ দিয়ে তিনি জানান, এদিন নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির অন্তত চার জন্য নেতা-কর্মী পুলিশের হাতে আটক হয়েছে।

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

3h ago