তাঞ্জানিয়ায় 'পবিত্র' তেলে হাঁটতে গিয়ে পদদলন, নিহত ২০

ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তাঞ্জানিয়ায় পদদলিত হয়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন আহত হয়েছেন ১৬ জন।
শনিবার উত্তরের মশি শহরের একটি স্টেডিয়ামে ধর্মীয় অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
মশির জেলা প্রশাসক কিপি ওয়ারিওবা জানিয়েছেন, ‘পবিত্র তেল’ হাঁটতে গিয়ে হুড়োহুড়িতে পদদলনের ঘটনা ঘটে।
রয়টার্স জানায়, ধর্মযাজক বনিফেস মোয়ামপসা দর্শনার্থীদের প্রার্থনা করার জন্য জড়ো হওয়ার নির্দেশ দিয়েছিলেন। দর্শনার্থীদের তিনি মাটিতে ফেলা ‘পবিত্র তেল’ এর উপর হাঁটার নির্দেশ দেন। সেসময় আরোগ্য লাভের আশায় হাজারো ভক্ত সেখানে ছুটে যান।
এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জন মাগুফুলি। জিজ্ঞাসাবাদে মোয়ামপসাকে আটক করেছে পুলিশ।
Comments