এসএসসি পরীক্ষা শুরু
এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ সকাল ১০টায় দেশের মোট ৩ হাজার ৫১২টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।
এতে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের প্রায় সাড়ে ২০ লাখ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়া কথা ছিল। কিন্তু ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষা পিছিয়ে দেয় সরকার।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি ভোটগ্রহণের কথা থাকলেও সেদিন সরস্বতী পূজার তিথি থাকায় ছাত্র আন্দোলন ও বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন পিছিয়ে ১ ফেব্রুয়ারি করা হয়। একইসঙ্গে পেছানো হয় এসএসসি ও সমমানের পরীক্ষা এবং অমর একুশে গ্রন্থমেলা ২০২০’ শুরুর তারিখ।
Comments