বিল্লালের চোখের আলো
দেখতে পান না বিল্লাল। জীবিকা চলে ভিক্ষা করে। ব্যস্ত নগরী ঢাকার ব্যস্ততম রাস্তায় চলাফেরা করা তার জন্য খুবই কষ্টকর।
চার বছরের মেয়ের সাহায্যে চরাফেরা করেন তিনি। সকালে ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে পুনরায় ঘরে ফেরা পর্যন্ত তার মেয়েই তাকে পথ দেখায়। ছবিটি তোলা হয়েছে মগবাজার রেলগেট থেকে।
Comments