করোনাভাইরাস: ভারতে তৃতীয় রোগী শনাক্ত
ভারতের করোনাভাইরাসে আক্রান্ত তৃতীয় রোগীর সন্ধান পাওয়া গেছে। আজ ওই রোগীকে কেরালা রাজ্যে শনাক্ত করা হয়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আমাদের নয়াদিল্লি সংবাদদাতা জানিয়েছে, কেরালায় করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনকে শনাক্ত করা হয়েছেন। তিনি চীনের উহান শহর ভ্রমণ করেছিলেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, শনাক্ত হওয়া রোগীকে হাসপাতালের ওয়ার্ডে আলাদাভাবে রাখা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন।
গত ৩০ জানুয়ারি কেরালায় করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়। তিনি চীনের উহানের একটি মেডিকেল কলেজের শিক্ষার্থী। এর দুদিন পর সেই রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত দ্বিতীয় ব্যক্তিকে শনাক্ত করা হয়।
Comments