কবি তৌকীর আহমেদ

তৌকীর আহমেদ। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

তৌকীর আহমেদকে দর্শকরা চেনেন শোবিজ জগতের সফল মানুষ হিসেবে। সুঅভিনেতা হিসেবে অনেক আগেই সফলতার পরিচয় দিয়েছেন। নাট্যপরিচালক হিসেবে নন্দিত। আবার চলচ্চিত্র পরিচালক হিসেবে পাঁচ বার পেয়েছেন জাতীয় পুরস্কার।

তবে-এবারই প্রথম তিনি নতুন পরিচয়ে আসছেন সবার সামনে। আসছেন কবি হিসেবে।

এবারের একুশে বই মেলায় কবিতার বই প্রকাশ পাচ্ছে তৌকীর আহমেদের। বইয়ের নাম ‘একগুচ্ছ কবিতা’।

বইটির প্রচ্ছদ করেছেন বিপাশা হায়াত। প্রকাশ করছে অনন্যা প্রকাশনী।

তৌকীর আহমেদ বলেন, “অভিনয় ও পরিচালনার ফাঁকে কবিতাগুলো লিখেছি। একমলাটে নিয়ে আসার জন্যই বইটি করার উদ্যোগ নিই। একুশে বই মেলায় বইটি পাঠকরা পাবেন”।

কবিতা লেখা নিয়ে প্রশ্ন করা হলে তৌকীর আহমেদ বলেন, “প্রতিটি মানুষের ভেতরে কবি মন বাস করে। আমিও তার থেকে দূরে নই”।

তৌকীর আহমেদ এর লেখা প্রথম মঞ্চ নাটকের বই ‘প্রতিসরণ’ একুশে বই মেলায় প্রকাশিত হয় কয়েক বছর আগে।

এছাড়া ‘ইচ্ছামৃত্যু’ ও ‘অজ্ঞাতনামা’ নামে আরও দুটি মঞ্চ নাটকের বই প্রকাশিত হয়েছে তার।

Comments

The Daily Star  | English

'Frustrated, Yunus hints at quitting'

Frustrated over recent developments, Chief Adviser Prof Muhammad Yunus is considering stepping down, said sources familiar with what went down at the Chief Adviser’s Office and Jamuna yesterday.

7h ago